Friday, January 22, 2016

অজানা বুকে

অজানা বুকে
............... ঋষি
======================================
কাছে এসেছিল না-চাইবার পাওয়া
স্বর্ণের খনিতে জ্বলজ্বল আগুন  ,পুড়ে ছাই।
পুড়ে যাই ,ছ্যাক বুকের ভাঁজে
ঠোঁটের পোড়া নিকোটিন মরা শহুরে জীবন।
নিজেকে বড় আজ অজানা লাগে
আজকাল কেন যেন মরতে যে চাই।

লিপস্টিক মোছা দাগের বাইরেটা ইশারা হলে
চলন্তিকা এই আগুনে প্রেম নেই।
প্রেম পুড়ে যাওয়া জমানো কোনো ফটোফ্রেমে
জ্বলতে থাকা ধিক ধিক শরীর।
সে যে চামড়া
আর ভিতরে আগুনে মঙ্গল কোনো প্রদীপের তেলে।
পুড়তে থাকা পলতে
মরে যাই তবু বলে যাই সোহাগী প্রেমে।
এই প্রেমে জীবন নেই
জীবন স্পর্শের আগুনে পুড়ে যাওয়া উপন্যাসের অধ্যায়।

দূরত্ব নেই তবু নৈ:শব্দ্য আগুন হয়ে জ্বলে
জ্বলন্ত আগুনে পুড়ে ,আগুনের নিভে ছাই।
বৃষ্টিরা আসে যখন
আমার প্রেম প্রেম পায়।
কাল বৃষ্টি হয়েছিল আজ যে শুকনো হৃদয়ের তৃষ্ণা
জমে যায় জ্বলন্ত নাভিতে অন্য কোথাই।

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...