Thursday, July 10, 2014

RISHI026@GMAIL.COM

অপরিবর্তিত অধিকার
.................... ঋষি

কলম ছুঁয়ে গড়িয়ে নামছে মৃত্যু
প্যাপিরাসের পাতা থেকে দু একটা আবছা শব্দ।
কে যেন ,কারা যেন কেড়ে নিয়ছিল অধিকার
বেঁচে থাকার।

সদ্য কিশোরী আগুনে লালচে মেঘ
বুকের মাঝে  অতি দর্পে দাঁড়ানো পিরামিড।
গড়িয়ে নামছে স্নিগ্ধ জোত্স্না নীলনদে
নাভি ছুঁয়ে
কোনো নতুন কলির প্রথম আলো।
আমি দেখেছি তাদের  চলতে ,ফিরতে ,পথে ঘাটে
রেখেছিলাম কথা।

কিন্তু  সেই জঙ্গলের প্রাচীন স্পর্শে
মাংস লোভি  হায়নার দল ঢুকিয়েছে পৌরুষ।
ঢুকিয়ে দিয়েছে এক হাঁটু লজ্জার পাঁক
আর সদ্য কিশোরী বুঝে আগেই গর্জে উঠেছে মৃত্যু।
বারংবার
তারা কথা রাখে নি সদ্য ফোঁটা কড়ি দুমড়ে মুচড়ে
অসময়ে মৃত্যুগামী।

কলম ছুঁয়ে গড়িয়ে নামছে লজ্জা
প্যাপিরাসের পুরোনো পাতায় শুয়ে আছে ক্লিয়পেট্রা।
রাজকীয় সাজে অতি দর্পে বদলানো সময়ে
বেঁচে থাকার। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...