Saturday, July 26, 2014

RISHI026@GMAIL.COM

খবরের টুকরো
.........................ঋষি

উচ্ছিষ্ট কিছু কাগজের টুকরো
কয়েকশত ইন্দ্রিয়গ্রাহ্য চেতনার বৃষ্টি।
চেতনার নদী যে গোপন অধিকারে
শুধু কামড়াতে চাই।
আর হাত বাড়ায় অবেলায় খবরের কাগজের
দৈনন্দিন পোড়ানো শব্দমালায়।

এ যেন এক তুরুপের তাস
দিন বদলায় শুধু ভূমন্ডলের আবর্তনে।
কিন্তু তাসটা সেই একই থাকে
একই ভূমিকায় ,একই চাহিদায় ,একই শব্দগুচ্ছে।
দিনান্তের অন্তরালে পৃথিবীর পাপ থেকে যায়
শুধু কারণ আর ভূমিকা একই থাকে।

একই থাকে রাজনৈতিক চাহিদার ইচ্ছেগুলো
একই থাকে বাজারের উর্ধমুখী গতি।
নিয়মিত পেট্রলের,কেরোসিনের ,মনুষত্বের চিত্কার
শুধু বদলায় একটা জিনিস।
মানুষের নিম্নমুখী অধিকার আর সঙ্গতি
সে চেতনা হোক ,কিংবা যন্ত্রণা,কিংবা প্রেম।

উচ্ছিষ্ট কাগজের টুকরোগুলো আসলে জেরক্স কপি
আকাশে উড়ছে মানুষের হৃদয়।
টুকরো টুকরো মস্তিষ্ক প্রসুত জন্মগুলো কাঁদছে
শুধু অধিকার চাই।
শিশুদের মতো ,বারবার বলছে খবরের কাগজ
বদল চাই ,নতুন অধিকারে। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...