Friday, July 25, 2014

RISHI026@GMAIL.COM

অষ্টম আশর্য তুমি
........... ঋষি

অর্থহীন ঈশ্বর প্রদত্ত এই জীবন
কিছুটা স্তব্ধতা ঘিরে এগিয়ে যাওয়া বাঁচা।
শহর পেরিয়ে রাজ্য ,রাজ্য পেরিয়ে দেশ ,দেশের পরে বিশ্ব
তারপর বলে কিছু নেই না।

এই গোলকের গন্ডিতে বাঁধা ক্ষুদ্র  জীবন
মহানুভব ঈশ্বর মানুষের হৃদয় ছুঁয়ে মন্দির ,মসজিদ ,গির্জায়।
দিনান্তের উপরে কোনো প্রাচীন গুহায় ধ্যানরত
আর আমরা ক্ষুদ্র কিছু পঙ্কিল প্রাণ
হাসছি ,খেলছি ,বাঁচছি,বাঁধনের অছিলায়।
ঘুমোচ্ছি ,জাগছি ,হাঁটছি  আর পুজো করছি ভরসায়
প্লিস আমাদের বাঁচিয়ে দিন।

অধিকারের অষ্টম আশর্য ঈশ্বর মহান শক্তিশালী
মানুষের লজ্জায়।
পারমানবিক বিকিরণ কিংবা গ্রিন লাইট এফেক্ট
অথবা জল দূষণ কিংবা শব্দ কিংবা মানুষের জীবন
ছারখার ,ধ্বংস আর ধ্বংস।
আড়চোখে ঈশ্বর হাসছেন সৃষ্টির আধুনিকতায়
আদম ,ইভ সেই বিষ ফল মনে পড়ে।

মনে পরে ঈশ্বর তোমায় ,তুমি স্বপ্ন দিলে
দিলে বেঁচে থাকার পূর্ণাঙ্গ অধিকার ,স্বাধীনতার পৃথিবী
কিন্তু টুকরো করে।
তুমি উন্নতি দিলে ,ছুঁয়ে দিলে স্যাটেলাইটে অন্য গ্রহে
দিলে দানব করে।
তুমি প্রেম দিলে ,দিলে এক বুক স্পর্শ হৃদয়ের
কিন্তু বিষাক্ত করে।

অর্থহীন ঈশ্বর তোমার এই সৃষ্টি
যেখানে ঝুলন্ত ক্ষুদিরাম রোজ গিলোটিনে রক্তাক্ত।
আর তুমি গভীর ধ্যানমগ্ন লজ্জার অছিলায়
দমবন্ধ গন্ডির পৃথিবীর অষ্টম আশর্য তুমি ,,ইশ্বর। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...