Friday, July 4, 2014

rishi026@gmail.com

অন্য তোমাতে
............. ঋষি

তোমার কথা লিখতে গেলে বুক কাঁপে
ঠোঁট চলে  যায় কোনো অজানা অছিলায় তোমার কাছে।
তোমাকে ভালোবাসি বলতে গেলে
শরীরে রক্ত কোষে সিমেন্ট জমে যায়।
আর বুক ফাঁটা চিত্কার গুলো  তোমায় ছুঁতে
আরো গভীরে ছুঁটে যায়।

এমন হয় ,ঠিক কেমন হয় জানি না
সোজা সাপ্টা বলতে গেলে তোমাকে ছোঁয়া যায় না।
আসলে তোমাকে তল খোঁজা যায় না
বারংবার হৃদয়ের তারে আমজাদ আলী।
আসলে শব্দ হয় ভেঙ্গে যাবার
তবু কেন জানি দুরে থাকা যায় না।

রোজনামচার পুরনো পথ
খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে।
কিন্তু জানো কুল ভাঙ্গে ,চোরা বালি হৃদয়ে
আমি ডুবতে থাকি আরো গভীরে।
হাঁটতে থাকি তোমার পথে নিজেকে ভুলে
আরো দুরে ,আরো দুরে ,তোমার কাছে।

তোমার কথা লিখতে গেলে বুক কাঁপে
বুকের ভিতর জমা শত জন্মের জমানো অভিশাপ।
আরো প্রেম ,আরো প্রেম
আমায় পূর্ণ করো ,শূন্য শব্দের দোটানায়।
বুক কাঁপে ,তবু ছুটে যায় তোমায় ছুঁতে
আরো গভীরে অন্য তোমাতে। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...