Tuesday, July 29, 2014

RISHI026@GMAIL.COM

কথাকলি
.......... ঋষি

আত্মার চিত্কার বলা যায়।
অন্ধকার সারণী দিয়ে হাঁটার পর
এক একটা মিনিট তোকে  ছাড়া
অসম্ভব বৃত্তান্তের কথাকলি
ভাবনায় তোকে ছাড়া যায়।

বাংলায় যদি বলি নিম্নচাপ
বাতাস থেকে বাতাসী তারপর আনমনে।
অনেকটা সাদা পাতায় আঁকিবুঁকি
অর্থহীন,শব্দহীন কথাকলি
ইচ্ছা হলেই কি পাওয়া যায়।

বাজিয়ে দামামা বুকের পাথরে
দুচারটে চির ধরে খুব গভীরে।
আঠা দিয়ে কিংবা ফেভি কুইকে
সাময়িক জোড়া যায়
কিন্তু আসলে কি জোড়া যায়।

আমি বলি কাছে আয় খুব গভীরে
ঢুকে যায় তোর গভীরে বাড়িয়ে রক্তচাপ।
কিন্তু একবার ভাব
যতই আমার আমার আগলায় না কেন
তোকে কি জড়িয়ে রাখা যায়।

ঠিক বলেছিস কাজ চালানো
বুকের পাথরে চটপটে আন্দোলন সময়।
সব বদলে যায়
দিন আসে দিন যায় ,শব্দহীন কথাকলি
কিন্তু কেন বলতো সময় হারিয়ে যায়।

আত্মার চিত্কার বলা যায়
বলা যায় জবরদখল ।
শুধু বয়স বেড়ে যায় সময়ের তারে
অসম্ভব বৃত্তান্তের কথাকলি
ভাবনায়  তোকে ছুঁয়ে যায়।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...