Wednesday, July 23, 2014

rishi026@gmail.com

সভ্যতার অন্তরালে
.................. ঋষি

অবেলায় শুকনো রৌদ্র খুঁজতে বসছি
খালি পেটে রৌদ্রে শোষা রক্ত।
দুচার খানি কবিতায় সভ্যতা খুঁজছি
খুঁজছি উত্তর বেঁচে থাকার পাতায় পাতায়।

থ্রি মাস্কেটিয়াস যেন ত্রিফলা বল্লম
পাঁকে ডুবে থাকা পঙ্কিল মাছেদের মাঝে নিজেকে আবিষ্কার।
কোনো মাছের পেটে শকুন্তলার
আবিষ্কার ,আবিষ্কার আবিষ্কার ,আগুন ,চাকা ,মেরুদন্ড।
সবটাই হলো ,কিন্তু সেই পরগাছা ,কেঁচোর মতো আমরা
মাটির তলায় জীবাশ্মের স্পর্শিল আশা
বেঁচে থাকা।

চোখে আঠা লজ্জা ,ভ্রুণ হত্যা ,নারী নির্যাতন ,অশিক্ষা
ধুঁয়ে যাওয়া রজস্বলা শরীরে উর্বর মৃত্তিকায় ধর্ষণ।
উত্তর ইতর পৃথিবীর বর্বরতা ,কোনো সৃষ্টি নয় ,সৃষ্টি নয়
শুধু লজ্জা ,শুধু লজ্জা।
কেযেন বলেছিল আমায় লজ্জা ,ঘৃনা ,ভয় প্রেম থাকতে নয়
কিন্তু কোথায় প্রেম,এ যে প্রেমের সোনালী ভাঁজে
থকথকে ঘা শরীর না হলে স্বার্থ ,না হলে অধিকার।

প্রেম নেই ,প্রেম নেই ,প্রেম নেই
পড়ন্ত আলোয় অভুক্ত আমি তৃষ্ণার্ত সকলের মতো।
সবুজ ঘ্রাণ,সকালের সূর্য ,দৃপ্ত স্পর্শ প্রেম
খুঁজছি সভ্যতার খেয়ালে আমার কবিতার পাতায়। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...