Saturday, July 26, 2014

RISHI026@GMAIL.COM

নিখোঁজ কবিতারা
............... ঋষি

রাস্তা দিয়ে শত সহস্র কবিতার ফেরিওয়ালা
ভাঙছে গড়ছে দুপুরের আকাশটাকে।
রৌদ্র ঝলমল সকালের পরে বৃষ্টি
কবিতারা নিখোঁজ  মোড়ের গাছটাতে।

একলা দাঁড়িয়ে আজ সহস্র যুগ
গৌতমির কোল ঘেঁষে খেলা করা কপট যৌবন।
বুদ্ধ আসে নি ,বাঁধ বাঁধে নি
ভেঙ্গে গেছে সহস্র ব্যান্ডের সৃষ্টি ছাড়া মাথাগুলো।
আরো যুগ পরে ,অন্য আলোতে
আমার মাটিতে ধরা দেয় কপট শ্রাবন।

এমনি হওয়ার ছিল
ছড়ানো ছেটানো চেতনার গাছে কবিতার শরীর।
ধর্ষিত শতাব্দীর অবচেতনে ক্লোরফর্মিও মায়া
এমনি হওয়ার ছিল যুগে যুগে সাজানো কবিতায়।
দশ নম্বর পায়ে কোনো অবতার
তার সৃষ্টিছাড়া পৃথিবীর হায়ায় আর মায়ায়।

রাস্তার কলিংবেলে অদ্ভুত শব্দটার
কবিতার শরীর বেয়ে ধুলো মিশ্রিত শব্দগুলো।
বর্ণমালার কোনো অভিধানিক নরকে
কবিতাদের নিখোঁজ হওয়ার কথা ছিল। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...