Saturday, July 12, 2014

rishi026@gmail.com

ইচ্ছা পাওয়া
.............. ঋষি

কেউ কাউকে চেনে না
চিনে নেওয়াটা একটা অধিকারের প্রকাশ।
আসলে অধিকার কেউ দেয় না
তবে কেউ কাউকে বুঝবে কি করে।

বুকের পাটাতনে কয়েকটা বিশাল কাতলা
এপাড় ওপাড় খাবি খায়।
একটু নিশ্বাস দরকার ,একটু বেঁচে থাকা
গড়িয়ে পড়া নোনা হওয়ায় হৃতপিন্ড বন্দী।
 কাতলারা রান্না হয় তেলে ঝোলে
আর জীবন জ্যান্ত মাছ ভাজা।

তোমার দিকে এগিয়ে আছি
একটা অধিকার বোধ তোমার গরম নিশ্বাস।
আর যতটুকু বাকি ছিল ,সেটুকু বিশ্বাস
অজস্র চোরা কাঁটা আমার বুকের ভিতর।
একটা জঙ্গল ,সেখানে দাবানল তুমি
আমি পুড়ি,জ্বলে যায় একলা সময়।

কেউ অধিকার দেয় না
ওটা একটা হৃদয়ের গভীরে বোধ মনে হয়।
আসলে কেউ কাউকে চেনে না
যতক্ষণ চিনতে চাই না।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...