Saturday, July 5, 2014

RISHI026@GMAIL.COM

সময়ের কথা
,,,,,,,,,,,,,,, ঋষি

সময়কে কখনো অগোচরে যেতে দেখি নি
সে যেভাবেই হোক না কেন।
এলার্ম ঘড়ি ,বালি ঘড়ি ,সূর্য ঘড়ি ,ইলেকট্রনিক্স ঘড়ি
এক জীবনে ,অন্যের জীবনে ,সাজানো জীবনে ,ক্লান্ত জীবনে।
সময় শুধু অতীত ধরে বর্তমান ,তারপর ভবিষ্যতে
মেঘে ঢাকা তারা ,চলন্ত একটা ছায়া।

দেখুন না দাঁত উঠলো চিবোলাম সময় আর তারপর
দাঁত পরে গেল ,চুল গুলো কমতে কমতে টাক,
সবই সময়ের বহি:প্রকাশ।
আমাদের  হাসতে হাসতে দুম করে
হাসি মরে গেলো
তাও সময়ের ফ্যাকাশে মুখ।

চামড়ার খামে কোঁচকানো চিঠি
দুরন্ত অভিধানে ঝরে পরা যৌবনের স্বপ্নিল স্পর্শ।
অন্ধকার রক্ষণের অতীত ঝলকানিতে
কখনো বেঁচে মরা ,কখনো মরে বাঁচতে চাওয়া।
বারান্দার ইজিচেয়ারে বেওয়ারিস আমরা
শুধু অপেক্ষায় মৃত্যুর সাথে ,মৃত্যুর পরে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...