Sunday, July 20, 2014

RISHI026@GMAIL.COM

 মিনারা শুধু শরীর হয়ে যায়
.............. ঋষি

এই ভাবেই মিনারা হারিয়ে যায়
হাঁটুর উপর তোলা শাড়ি দেখলেই।
পুরুষরা যে যোনি দেখতে পায়
ভারী বুক দেখলেই পথে ঘাটে।
চার ইঞ্চি লম্বা হয়ে যায়
এ কারণে মিনারা  শরীর হয়ে যায়।

অসমের চা বাগান থেকে বিহারের রেল বস্তি
কত মিনা হারিয়ে যায়।
কত মিনা স্থানান্তরিত হয় সময়ের পাঁকে
সিনামা হলে বাড়ানো হাত ,অফিস টাইমে পেঁচানো শরীর।
পথে ,ঘাটে, দিনে,রাতে সময় অসময়
মিনারা শুধু দলিত হয়
শীত্কারে উঠে আসে আগুন, কোনো মিনা শরীর হয়ে যায়।

সামনে ঝোলানো গাছে নগ্ন শরীর
মাটির দু হাত থেকে কিংবা কেরোসিনে আগুন।
কত মিনা বাঁচতে চাই ,হাত বাড়ায়
শিক্ষা ,সভ্যতা ,সংস্কৃতি ,অধিকার ,আইন সর্বপরি পৃথিবী।
দস্যুরা হাত বাড়ায় শরীরের দামে
হাসতে হাসতে ,লজ্জা ঘ্রাণে ,বাঁচতে থাকায়
কত মিনা হারিয়ে গিয়ে  শরীর হয়ে যায়।

পুরুষ তুমি  মাতৃত্বে কখনো শরীর দেখো না
পুরুষ তুমি ভ্রাতৃত্রে  কখনো যোনি  দেখো না।
কখন দেখো হৃদয় শরীর ছাড়া
বিশ্বজুড়ে অভিধানের নিরিখে নারী শরীর।
আর তোমারা চার ইঞ্চি শিকারী ইচ্ছে ডানায়
আর মিনারা শুধু শরীর হয়ে যায়। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...