Thursday, July 17, 2014

rishi026@gmail.com

পৃথিবী ক্লান্ত
...................... ঋষি

আরেকটু এগিয়ে এসো পৃথিবীর বাইরে
বাইরে থেকে দেখা রূপ রসে পূর্ণ এ পৃথিবী।
সভ্যতা নাকি হাত ধরেছে বিশ্বায়নের আর শিল্পায়নের
আর মানুষ হাত ধরেছে অন্তিম শ্বাসের
বেশ কিছুদিন বদল হলো জীবনের।

জীবন মানে  পরে পাওয়া চৌদ্দ আনা
বিশ্বব্রম্হান্ডের বাইরে দাঁড়িয়ে সবুজ ,নীল পৃথিবীর মাঝে
একটা রং সবার অচেনা ,কষ্টের
লাল রং রক্তের।
কে যেন বলেছিল আমায়
পৃথিবীতে কি কিছুই ভালো না ?
আসলে আমি দেখতে পাই পৃথিবীর গায়ে লাল লাল ছোপ।
সারি বেঁধে পিপড়েরা খুবলে খাই পৃথিবীর মাটি
লুটেপুটে খাওয়া পৃথিবীর শরীরে ক্ষয়ে যাওয়া রোগ।
সবারি তো ভালো থাকা চাই
কিন্তু আসল কেউ ভালো নেই।

ভালো থাকতে পারে না
লোভ ,হিংসা ,সার্থপরতা ,বিকৃত সম্পর্ক,বিক্রিত প্রেম।
চাহিদার উর্ধমুখী বিবর্তন ,মনুষত্বের অদ্ভুত পরিবর্তন
বিকৃত যৌনতা,শরীর ,খিদে মিলিয়ে
চেতনার ধুকপুকে শুধু স্তব্ধতা ,পৃথিবী ক্লান্ত। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...