Friday, July 4, 2014

RISHI026@GMAIL.COM

কাছের কেউ 
.................... ঋষি

আমি চললাম ,তুমি কথা রাখো নি 
আজকাল আর সবাই শুধু কথা দেয়,
কিন্তু রাখে না কেউ। 
আজকাল চাঁদের গায়ের দাগগুলো নাকি গর্ত ,পাহাড় 
কিন্তু সে যে চরকার বুড়ি ছিল 
মনে রাখে না কেউ। 

কাল সন্ধ্যায় তোমার দেওয়া চুমুটা অঙ্গীকার ছিল 
কাছে আসার আরো গভীরে। 
তোমার শরীরের গন্ধটা আমার পাঠশালায়
নিত্য নতুন শিক্ষার ঝলকে 
চলকে পরা সময়  আর প্রেম। 
সবটাই স্পর্শ ছিল কিন্তু হৃদয়ের 
খবর রাখে নি কেউ। 

আমি চললাম,তুমি কথা রাখো নি 
আজকাল আর সবাই শুধু বিশ্বাস নেয়,
কিন্তু  দেয় না কিছু। 
আজকাল হৃদয়ের ফলকে লেখে নামগুলো শুধু প্রলোভন 
কিন্তু হৃদয় কে কাঁচের মতো
আগলে রাখে না কেউ। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...