Saturday, July 5, 2014

RISHI026@GMAIL.COM

ফিরে এসো মেয়ে
,,,,,,,,,,,,,,,,,,,,,, ঋষি

ফিরে আসার কবিতা লিখি এসো
ঠিক ওভাবে দাঁড়িয়ে থেকো না মেয়ে,
অমনকরে দাঁড়াতে নেই।
কোনো রোমান ভাস্কর্যের ঠোঁটে ঠোঁট ঘষা
রক্তাক্ত অগ্ন্যপাত তোমার তলপেট জুড়ে।
ভুলে যেও না মেয়ে
এ পৃথিবী তোমার না ,এ সময় তোমার না।

জানলার বাইরে তাকিয়ে থেকো না
বিশাল আকাশের হা করা নীল তিমি।
গিলে নেবে ,অমন করে দেখতে নেই
দেখতে নেই ঘাড় উঁচু করে।
এ পৃথিবী তোমার না ,তুমি শুধু অভিশাপ
জন্মের ,শরীরের ,নিদ্রায় থেকো না
জেগে থাকো মেয়ে।

তুমি মাথা নিচু করো পৌরুষের উরুর কাছে
তোমার সমাধিতে উন্মাদ শকুন।
অমন করে হেঁটো না ,অমন করে বসতে নেই
সব না গুলো শুধু  তোমাদের জন্য।
তুমি পুরুষের সম্পত্তি ,তুমি পৌরুষের ভোগ
তোমার মন থাকতে নেই শুধু শরীর
শুধু মাংস,তোমার জীবন থাকতে নেই।

ফিরে আসার কবিতা লিখি এসো
তুমি ফিরে এসো নিজের শরীরের ভিতর।
তুমি ফিরে এসো সমস্ত জন্মের ওপারে
ঈশ্বর দাঁড়িয়ে দেখুক নিজের লিঙ্গটাকে।
যার আচলতার কাব্যে প্রথিবী মৃত্যুর সাথে
তুমি ফিরে এসো মেয়ে জন্মের থেকে।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...