Saturday, July 19, 2014

RISHI026@GMAIL.COM

দিনান্তের কবিতা
............. ঋষি

দু চার মুহুর্তের বেঁচে থাকা
বিকেলের চায়ের কাপে লেখা শেষ।
সত্যি শেষ হলো একটা দিন
তোমার সাথে ,সময়ের সাথে।
মিলিয়ে মিশিয়ে যাওয়া সূর্যিমামা
এখন অস্ত পাটে।

আর কিছুক্ষণ তারপর অন্ধকার
জীবনের পাতায় পাতায় লেখা হবে বয়স।
চামড়ার ভাঁজ জুড়ে শুধু স্তব্ধতা
কিছুটা পাওয়া ,কিছুটা না পাওয়া।
মিলে মিশে আমার কবিতার কলামে
এগিয়ে যাওয়া তোমার দিকে।

গুটি গুটি পায়ে যদি একটু পিছিয়ে
ইশ হয় না ,কিছুতেই না।
দিন কেটে যায় দিনান্তে ক্লান্ত সূর্য
হারিয়ে যায় রোজ নতুন আশায়।
আবার সকাল আসবে
আবার আসবে তুমি হাসি মুখে।

দু চার মুহুর্তের বেঁচে থাকা
জড়িয়ে ধরা অস্তিত্বদের নতুন আবদার।
মেনে নিতে হয় ,আরো কঠিন
কিন্তু এক কাপ চা আর তোমার সাথে।
আমার কবিতার পাতায় পাতায়
শুধূ অপেক্ষা তোমায় ছোঁয়ার। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...