Sunday, July 13, 2014

rishi026@gmail.com

কনফিউসড
..............,. ঋষি

সুন্দরী শব্দের ট্রান্সলেট করতে গিয়ে ধাক্কা লাগে
এ যেন স্বপ্নের মাঝে ঢেউ।
ভাঙ্গা ফুটপাথ দিয়ে হেঁটে গিয়ে
গলির মোড়ে সেই পেত্নীটা দাঁড়িয়ে।
যাকে বাঁশবাগান মানায় কিন্তু সুন্দরী শব্দটা নয়
যাকে সুখে দেখতে ভালো লাগে
কিন্তু নিজেকে দুঃখে দেখতে নয়।

রাজপথ হয়তোবা গলির পথের তফাৎ বুঝি না
বারবার গলি পেরিয়ে সেই পথে এসে পরি।
সার্পেন্টায়ল  লেনে হারিয়ে যায় সমস্ত সত্বা
আমি গলি ছেড়ে পথে হাঁটি।
আসলে স্বপ্নের ঢেউয়ের উলঙ্গ রূপ
ভীষণ সস্তা ,ভীষণ সস্তা।

সুন্দরী শব্দের ট্রান্সপারেন্ট একটা অন্ধকার ছবি
ডার্ক রুমে দাঁড়িয়ে চশমার কাঁচে লোভ।
কে তুমি ,এমন তুমি সুন্দরী
না হারিয়ে যাওয়ার ঝোঁক।
আসলে এখনো প্রিন্ট আসে নি
সবটাই হারিয়ে আছে আমার পুরোনা ক্যামারার ফিল্মে
ছবিটা পরিষ্কার আসে নি।


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...