Thursday, July 24, 2014

RISHI026@GMAIL.COM

আমার মুক্তি
............. ঋষি

ফুরিয়ে যাবার আগে
বা দিকে বুকপকেটের নিচে যে সন্ন্যাসীর বাস।
তাকে বলেছিলাম আকাশ ধরে চল
মুক্তি পাবি ,প্রেম পাবি।

কিন্তু ছদ্মবেশী অবুঝ সন্ন্যাসী অবরোধ করলো
হৃদয়ের রক্ত পরিবাহী তারগুলো আটকে গেল।
দমবন্ধ ,জলের তলায় চিত্কার
হাত বাড়িয়ে মুক্তি তোমার নেশায়।
জড়িয়ে  ধরলো সংসার ,এক অবুঝ মায়া
আর তার থেকে বেশি তোমাকে।
তার থেকে বেশি একটা স্পর্শ
একটা মায়া ,একটা ছন্দ।
রন্ধ্রে রন্ধ্রে বেড়ে যাওয়া রক্তচাপ
তোমার শরীর ,তুমিতে আমার মুক্তি।

এখন আর সেই সন্ন্যাসী নেই
শুধু বুকপকেটে জমানো সংসারী মায়া।
আর আকাশ হারিয়ে গেল
মুক্তি নাকি আজকাল তোমার নাম। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...