Friday, July 18, 2014

RISHI026@GMAIL.COM

তোর সমীকরণ
............... ঋষি

তুই কখনো আসবি না
নির্দিষ্ট সমীকরণের পর সাঙ্কেতিক ভাষার।
শব্দগুলো জটিল  আলোর   মতো
স্পর্শ বোঝা যায়, অর্থ না।
জড়িয়ে বাঁচা যায়
তবুও কেন জানি অর্থহীন আমার কাছে।

বাঁধন ছাড়া লতার মত
গা ঘেঁষে পাথুরে শহরের কোনো বস্ত্রালয়।
তবুও এ শহরে লজ্জা খুব কম
তোর মত ,তোর প্রেম খোঁজা লজ্জার।
কে বললে
জড়িয়ে ধরে চুমু খাওয়ার জন্ম রহর্ষ  বিষাক্ত।
কে বললে
কে বললে তোর জরায়ুতে শুধু আত্মজ।
কেউ বলে নি
আর আমিও মেনে নিতে পারি নি।
আমার স্বপ্নে তুই নগ্ন প্রেমিকা
আর আমিই শুধু বাঁচতেই পারি তোর প্রেমে।

আমার কবিতা এখন কফি কাপে
সাজানো ধোঁয়া।
ধোঁয়ার আড়ালে লোকানো সিগারেটের অন্তরদহন
পুড়ছে  আর পুড়ে চলেছে।
কেন জানিস
বাঁধন ছাড়া স্বপ্নগুলো অর্থহীন তোর কাছে।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...