Tuesday, July 8, 2014

RISHI026@GMAIL.COM

দায়িত্বশীল স্বদেশ
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ঋষি

দায়িত্বশীল নাগরিকদের কাছে আবেদন
আপনারা আরো শৃঙ্খলিত হন।
নাগরিকের বিভাজনের কাছে আবেদন
আপনারা আরো সংঘবদ্ধ হন।
সংঘবদ্ধ প্রতিষ্ঠানের কাছে আবেদন
আপনারা সংবিধানিক হন।
নিজের স্বদেশ ,নিজের সভ্যতার কাছে
আরো দায়বদ্ধ হন।

এই তো ভাষা ১৯৫০ তারপর থেকে
৪৪৮  ধারায় শুধু অধিকার প্রবাদ বচন।
সাম্যের অধিকার,স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার
কিন্তু মানুষের অধিকার ,বাঁচার অধিকার,মনুষত্বের অধিকার।
নারীর অধিকার ,শিশুর অধিকার ,বার্ধ্যক্যের অধিকার
কান পচে গেল।
বাধা গরু ছাড়া হলো আবার বাঁধা হলো
আর কি হলো ,শুধু বেঁচে মরা
কালো বাজারী ,নারী নির্যাতন ,শিশু শোষণ ,অশিক্ষা।
বাড়ন্ত পেট্রলের আগুন স্বদেশের গায়ে
খিদে পেটে ,বাঁচতে চায় আর শেষ পর্যন্ত মরতে।

আপনারা আরো সহ্যশীল হন
আমরা আসছি নিজেদের পেট ভড়তে।
আপনারা আরো খিদে সহ্য করতে শিখুন
মরতে শিখুন মাথা নিচু করা লজ্জায় ,মুখে কালি।
বুকে শূন্য ধর্ষিত স্বদেশের নিলামে
শরীর ভিত্তিও একটা শিল্প তৈরী করতে।
কৃষি নয় মুদ্রা বাড়ায়,নারী নয় শরীর বাড়ায়
উন্নতি নয় পকেট ভড়ায়।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...