Friday, July 4, 2014

rishi026@gmail.com

ভয় করে
........... ঋষি

ভয় করে ,ভীষণ ভয় করে
সাত সমুদ্রের পারে দাঁড়িয়ে রঙিন পৃথিবীর ভিড়ে।
নিজেকে চেনা যায় না মাঝে মাঝে
দিক চক্রবালে দাঁড়িয়ে নিজেকে মনে হয়।
খুব ছোটো জীবনের কাছে
তাই তো আমার নিজেকে হারাতে ভয় করে।

আসলে কি জানিস হারানো মানে
হেরে যাওয়া নয় ,আমি জানি।
কিন্তু কাঁচ ভেঙ্গে গেলে জোড়া যায় না
হৃদয়ের কাঁচের দাম নিজের কাছে।
ভালোবেসে  তো আর ভোলা যায় না
তাই তো আমার ভালোবাসতে ভয় করে।

ভয় করে নিজেকে হারাতে বিশ্বাস শব্দে
জবর দখল পৃথিবীর অলিতে গলিতে অসংখ্য দীর্ঘশ্বাস।
অসংখ্য শকুনের চোখে মাংসের খিদে
গোছানো অন্ধকারে সাজানো হায়নার চোখ।
সব ড্যাব ড্যাব যেন হিংস্র জানোয়ার
তাই তো সেই পথে হাঁটতে ভয় করে।

ভয় করে ,ভীষণ ভয় করে
তবু বাঁচতে ইচ্ছে হয় আরেকবার প্রেমের হাত ধরে।
হাঁটতে ইচ্ছে হয় তোমার সাথে ভালোবেসে
তোমার জমানো অভিশাপের আগুনে।
নিজেকে পোড়াতে ইচ্ছে  হয় তোমার সাথে
তবু ভয় করে তোমায় ভালোবাসি বলতে।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...