Thursday, July 3, 2014

rishi026@gmail.com

গা সওয়া কবিত্ব
............ ঋষি

রোজকার কঠিন কাব্যগুলো গা সওয়া
দুপেয়ে আর চার পায়ের তফাৎগুলো  অজানা নয়।
তবু কেন এই হৃদয়ের গভীরে জটিলতা
ইচ্ছা শব্দের বলি ভয়ংকর প্লাবনে অহরহ
কিন্তু বিভিজিত সময়ের কাব্য অজানা নয়।

বিবর্ণ রং জ্বলা দুপুরবেলায়
সামুদ্রিক কোনো পরীর মত প্রেম।
ভেসে উঠে মিশে যায় নীল আকাশে
সবটাই যন্ত্রণা কবিত্ব নয়
এ কথা কবিতায় লেখা নেই।

অনেক দিনের উচ্ছল নোনা বাতাস
জানলার গরাদে জং. ।
বিছানায় শুয়ে কবিতা লেখা
খানিকটা ঢং আর খানিকটা রং
কবি সৃষ্টিশীল কিন্তু ঈশ্বর নয় ।

আবর্তনের সোনালী ঢেউ ধরে হাঁটা
রক্তে লাগে চারপেয়ের আবির ।
আর আনন্দের আবর্তনে কবি অগ্রগামী
কোনো দূত ,আরেকটু মৃত্যুর পথে
একা এই পথ হাঁটা ।

একপাও যায় না ,পিছু ফেরা যায় না
অন্তর্নিহিত ভাবের খাতায় কবি উজবুক যেন ।
নির্জীব শ্রাবনের মত গড়িয়ে পরে জল
মুক জানোয়ার ঘাস খায় আকাশে শুয়ে
আর শব্দগুলো খাবি খায় ,ছেঁড়া পাতায় । 

No comments:

Post a Comment

দিবারাত্রির কাব্য

আচ্ছা সত্যিকারের  ভালো আছি বলাটা এতটাই কি কঠিন  ? উত্তরের জানলা দিয়ে আচমকা ঢুকে পরে এক আঁচলা গরম হাওয়া উপলব্ধির ভাষা,ভাসতে থাকা ...