Thursday, May 1, 2014

RISHI026@GMAIL.COM

ছোঁয়া না ছোঁয়া
................. ঋষি

আবেগগুলো ছেঁড়া ঘুড়ির মতো উড়তে থাকে
বাঁধন ছাড়া ,শেকল ভাঙ্গা দীর্ঘকালীন নিঃশ্বাসে।
অনন্ত আঁধারে স্বপ্নের মত খাবি খেতে থাকে
শুধুমাত্র তোমায় ছুঁয়ে ,না ছোঁয়ার অছিলায়।

আরেকত দীর্ঘহোক সমতলে পথচলায়
দুচারটে দুর্বা ঘাস গজিয়ে শুকিয়ে যাক।

হৃদয় যন্ত্রনায় দূরত্বের মাপকাঠিতে
কোনো অলৌকিক মাপের আলাপনে।
কিছুটা গোপনে ,কিছুটা সঙ্গোপনে
তৃষ্ণা না মেটা কুঠরিতে নদীর জল।
রক্তের ফসফরাসে আলোর প্রেম
বইতে থাকুক অনন্ত দহনে আরেকটু তৃষ্ণা।

আরেকটু মূর্তিমান হোক কল্পনার আবহে
দুর্বৃত্ত চোরের উন্মুক্ত চৌর্যবৃত্তি।

মুক্ত হোক হৃদয় চলন্ত সার্কাসের দড়িতে
ভাসমান বেগমান পাখির পালকের উষ্ণতায়।
গভীর থেকে গভীরে যাওয়ার লোভ
শুধুমাত্র তোমায় ছুঁয়ে ,না ছোঁয়ার অছিলায়।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...