Monday, May 19, 2014

RISHI026@GMAIL.COM

কবির সৃষ্টি কবিতা
,,,,,,,,,,,,,, ঋষি

কবির কঙ্কালে কলঙ্ক তখনি লাগে
যখন কবিতারা প্রদর্শিত হয় বিচিত্র জাদুঘরে।
কিংবা কবিতারা বিপ্লব করে সময়ের তালে
আসলে কবিতারা নোংরা ঘাটতে ভালোবাসে।
উড়তে ভালোবাসে খালি পেটে মুক্তির আকাশে
আর যদি তাকে বেঁধে রাখতে চাও
তখনি দুম কবি মরে যায়।

কবিরা ফুটপাথে হাঁটতে  ভালোবাসে
ভালোবাসে মাটির শরীরে ঘামের গন্ধ নিতে।
কারণ কবিতারা যে ভীষণ সাধারণ
তোমার আমার মত নিরীহ ,তৃষ্ণার্ত প্রাণ।
কিন্তু কবিতারা বিদ্রোহ করে
যখন মানুষের রক্ত মানুষের গায়ে
কিংবা মানুষের লজ্জা পৃথিবীর গায়ে।

কবিরা স্বপ্ন দেখতে ভালোবাসে
খালি পায়ে হেঁটে যায় আকাশের পথে।
নক্ষত্রদের ভিড়ে ঠিক চেনে নেই নিজের সৃষ্টিগুলো
তাদেরকে আদর করে লিখে দেই সাদাপাতায়।
কলম তখন সৃষ্টির কারখানা
আর কবি সে তো মাতাল নেশায় স্বপ্ন দেখায়
এক অনিদিষ্ট অনিদ্রিত অবচেতনায়।

কবিরা প্রেমের স্পর্শে  থাকতে ভালোবাসে
প্রেমের ছোঁয়ায় ,অবহেলায় কবিতা ফোটে
ঠিক যেন সদ্যজাত পৃথিবীর বুকে।
সেই যন্ত্রনায় কবিতারা পোড়ে আর পুড়তে থাকে
পোড়াতে থাকে সময় আর অসময়।
কবিরা প্রেমে পুড়তে থাকে নারী আর প্রকৃতির ছোঁয়া
আর কবিতারা জন্ম নেই অন্য আকাশে।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...