Thursday, May 8, 2014

RISHI026@GMAIL.COM

তুই চলে যাবি
............ ঋষি

ঝড়ের কাছ থেকে কিছু মুহূর্ত চুরি করে
তোকে বিদায় দিলাম।
তোর কপালে এঁকে দিলাম
একটা না বলা চুমু।
মুখে বললাম টা টা,বাইবাই ,আবার দেখা হবে
আর ভিতরের অন্ধকারে একা হলাম।
প্রশ্ন করলাম না , ,,,,,,  কবে ??

পূর্নিমা সরে গেল অমাবস্যায়
আবার রাত্রি নামলো নদীর জলে ভাটা।
আমি বলতে পারলাম না
যাস না ,, কিছুটা আর খানিকটা থাক না।
থাক না যেমন ছিলিস আমার পাশে
ক্যালেন্ডারের পাতারা বদলাক দিন তারিখে।
কিন্তু সময় তুই থেমে থাক না।

সময় বললেই আমার মনে প্রশ্ন জাগে
কোন সময় ,,,,ভালো ,,না মন্দ।
উত্তর খুঁজি ঝড়ের উল্টোনো স্মৃতির পাতায়
কতো মুখ ,কতো না বলা কথা।
আর প্রশ্নচিহ্নগুলো একইরকম অন্ধকারে
নিজের ছায়া দেখে নিজের সাথে।
উল্টোনা ধামাচাপা আদ্র দিনে।

আজকের দিনটা আরেকটা স্মৃতির বাড়তি পাতা
একটা মুখ চাপা দেওয়া বালিশের নিঃশ্বাস।
কিছু বদলাবে না  তুই আর আমি
বদলাবে স্মৃতির কাদায় লোকানো চোরা বালি।
ডুবছি ,ডুববো আরো গভীরে থেকে যাবে
কিছু স্মৃতিগুলো রয়ে যাবে।
তুই চলে যাবি যা ,কিন্তু তোর স্মৃতিগুলো নিয়ে যা।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...