Wednesday, May 21, 2014

RISHI026@GMAIL.COM

 কষ্টের ছোঁয়ায়
............. ঋষি

মেঝেতে গড়িয়ে চলে আমার কবিতারা
চোখের জল।
যেদিকে নিচু সেদিকেই গড়ায়
আসলে কবিতারা স্নেহের মতো নিম্নগামী।
অক্লেশে গড়ায় চোখের জল
হৃদয়ের গভীরে না ছোঁয়ার অছিলায়
কিছুটা তৃপ্তি কষ্টের কবিতায়।

সময় ছুঁয়ে গেছে ফুটপাতে বাসি রৌদ্রে
কোনো দুর্গের প্রাচীন প্রহরীর মতো।
আমি দাড়িঁয়ে স্মৃতির পাহাড়ায়
অনেকটা প্রাচীন কোনো স্থপতির ভাস্কর্য্য।
যার সৃষ্টিতে আনন্দ
আর ভাস্কর্যের গায়ে জমা ধুলোময়লা
সময়ের দাগ ছড়ানো কবিতারা।

রেসকোর্সের জমা ঘোড়ার নর্দমার কালি
দৌড়োয় আরো আগে ,আরো আগে।
কতো আগে ,সময়ের আগে তো নয়
হারি ,জিতি কি এসে যায়।
গড়িয়ে পরা আমন্ত্রিত অন্ধকারে
দু এক ফোঁটা চোখের জল ,আমার কবিতারা
গড়ায় আরো নিচে গভীর কষ্টের ছোঁয়ায়।  

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...