Sunday, May 18, 2014

RISHI026@GMAIL.COM

স্বপ্নের আকাশ
............ ঋষি

চল একটা স্বপ্ন ধরি আজ
আমায় ভদ্রলোক বললেন স্বপ্ন ধরতে হয়
না হলে পিছিয়ে পড়তে হয়।
রেলিং ধরে ওঠানামা অনেকটা স্বপ্নের ধারাপার
স্বপ্ন এক কে  স্বপ্ন ,স্বপ্ন দু গুনে স্বপ্ন
চল আজ উড়ান দি স্বপ্নের আকাশে।

আচ্ছা আকাশের কি স্বপ্ন থাকে   ??
আচ্ছা বাতাসের কি স্বপ্ন থাকে   ??
ধুস থাকতেই হবে
স্বপ্ন ছাড়া বৃষ্টি নামে কি করে।
স্বপ্ন ছাড়া ঘুড়ি ওড়ে কি করে।
থাকতেই হবে স্বপ্ন এ জীবনে
না হলে কষ্ট বাঁচবে  কি করে।

আচ্ছা জীবনে বাঁচা কাকে বলে ?
বাঁচা মানে প্রাণ ,বাঁচা মানে চেনা গান।
ধুস বাঁচা মানে প্রেম
স্বপ্ন ছাড়া প্রেম হবে কি করে  ??
স্বপ্ন ছাড়া  পৃথিবী ঘুরবে কি করে  ??
পৃথিবীতে স্বপ্ন থাকতেই হবে।
না হলে জীবন বাঁচবে কি করে।

চল একটা স্বপ্ন ধরি আজ
আমায় ভদ্রলোক বললেন স্বপ্ন ধরতে হয়
না হলে হারিয়ে যেতে হয়।
জানলার কাঁচে ঝাপসা স্বপ্নের বৃষ্টি
ঝিরি ঝিরি রুমঝুম রুমঝুম।
ধুস আমি আসলে হারিয়ে যেতে চাই স্বপ্নে।

  

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...