Sunday, May 11, 2014

RISHI026@GMAIL.COM

পৃথিবীর আয়তন
.................... ঋষি

পৃথিবীটা নাকি আজকাল হাতের মুঠোয়
কিন্তু আমি যে দেখি পৃথিবীর আয়তন বাড়ছে।
বিষুব রেখার গ্রন্থী গুলো ছিঁড়ে মানুষ বাড়ছে
আর বাড়ছে তাদের না পাওয়ার সুখ।
কিছুটা দুঃখ লুকোনো পৃথিবীর বাইরে
বাড়ছে শুধু বাড়ছে ,,,আর যা কমছে।
তা দেখছে না কেউ
শুধু এগিয়ে যাচ্ছে অজানা আনন্দে।
আর এগিয়ে যাচ্ছে একলা সারণীতে
একলা বাঁচার ইচ্ছায়।

একলা থাকাটা অনেকটা বইয়ের মতো
কখন কোথায় পোকায় কাটে বোঝা যায় না।
আবার কখনযে বই লুকিয়ে থাকে হৃদয় মাঝে
যে লেখে সেও জানতে পারে না।
লিখে ফেলে ,,একলা থেকে একলা হয়ে
পাতায় পাতায় বেজে ওঠে পৃথিবীর স্পর্শগুলো।
একলা থেকে আমজাদ আলীর সেতার
কি দারুন ,,কি দারুন মনে দোলা।
দোলার পিছনে ঠেলা গাড়িতে মল,মুত্র ,আবর্জনা
শুধু পৃথিবীর আলোতে ঠেলে চলা।

পৃথিবীটা তো বেড়েই চলেছে পথের হিসেবে
শেষ না হওয়া পৃথিবীর ইতিহাস।
ওঠা ,পরা কত রঙ্গ লেগে প্রতি সময়
আর সময়রা আরেক উজবুক।
যাদের কোনো ঘর নেই ,নেই আশ্রয়
শুধু কেটেই চলেছে ,,,,অজানা হিসেবে।
ঘড়ির পেন্ডুলামে দুলছে জীবন মানুষের
আর মানুষ পথ হেঁটেই চলেছে নিজের মত।
একলা হয়ে পৃথিবী ভুলে নিজেকে নিয়ে
পৃথিবীর আয়তন বাড়িয়ে চলেছে।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...