Saturday, May 17, 2014

rishi026@gmail.com

স্বয়ং সত্য
.......... ঋষি

সত্যকে মুগ্ধ হতে দেখিনি কখনো
খোলা হাতে জামার কার্নিস গুটিয়ে
রৌদ্রে পুড়ে যেতে দেখেছি নির্বাসনে।
বিপ্লবী আত্মাদের ভূত কালিঘাটে বেশ্যাবাড়িতে
লুকোতে দেখছি অসময়ে।
ছুঁতে দেখেছি চোখের জল অনন্ত হৃদয়ে
কিন্তু সত্যকে আমি লুকোতে দেখি নি।

পরাধীনতা যখন হাঁটু জলে দাঁড়িয়ে হুগলির জলে
তখন ও সত্য ছিল স্বাধীনতার স্বপ্নে।
মৃতপ্রায় কলকাতার জেগে উঠে মরে যাবার পিছনে
আজও সত্য আছে সবার জানা।
কিন্তু সত্যকে না ডাকা অবধি
সত্য কখনো দেশে আসে নি
বিনা প্রতিবাদে সত্যের ঘুম ভাঙ্গে নি।

অগোচরে লুকোনো সত্যগুলো বড় সাংঘাতিক
জঙ্গলের নিয়মে বাঁধা সিন্ধুকে জ্যোত্স্নার আলো।
আবছা অন্ধকারে বড় মায়াবী সত্য
আকাশের ছাদে আটকানো পবিত্রতার মতো।
আসলে সূর্য ,চাঁদের মতো সত্য কখনো হারতে শেখে নি।
উঠে এসেছে পিছোতে পিছোতে দেওয়ালে পিঠ
কিন্তু সত্যকে আমি চাপা থাকতে দেখি নি। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...