Thursday, May 8, 2014

RISHI026@GMAIL.COM

প্রেমের বৃষ্টি
........... ঋষি

সৌন্দর্য্য কখনো দাঁড়ায় না
চলে যায় মাড়িয়ে সব ভালো লাগাটুকু।
জানলার কাঁচে আয়নার পারদ জমে
উষ্ণতা উপর নিচ হয় চামড়ার রঙে।
সাদা কালো দাগ টানে না
আসল প্রেমে।
আসলে প্রেম নিজেই সুন্দর সবার কাছে
তার আর সাজবার দরকার হয় না
গভীর প্রেমে।

অহংকারও আছে গভীর প্রেমে
এক অধিকার কাজ করে আমিত্বের মাঝে।
বারবার শুধু এক জ্বর ধরে
সোন্দর্য্য ছাড়িয়ে তাজমহলের স্মৃতি বুকের মাঝে।
আরো কাছে ,আরো কাছে খুব গভীরে
এক শান্তির নদী বয়ে যায় প্রেম ছুঁয়ে।
যখন সবার প্রেম প্রেম  পায়
এক আকাশ জোড়া শুন্যতা শুধু তাকে ছুঁয়ে।
শিরদাঁড়া বেয়ে নামতে থাকে।

শিরশিরে শীতের সকালের মত মুগ্ধতা
কিংবা রৌদ্রে দাঁড়িয়ে ঘামতে থাকা।
সব সম্ভব বারবার ,,,,যত বার খুশি
শুধু একটু ভিজতে হবে ,,ভাসতে হবে।
প্রেমের আকাশে বৃষ্টিতে
একটা কষ্ট আছে দুরে থাকায়।
তাকে একটু আদর করে কাছে টানলেই
দেখবে প্রেমে পড়বে সবাই ।
আর আরো বেশি কাছে চাইবে তাকে।



No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...