Saturday, May 24, 2014

rishi026@gmail.com

আসবো না আর বুকের মাঝে
............. ঋষি

আর আসবো না বুকের মাঝে প্রেম হয়ে
কিছুটা নষ্ট রক্ত বেড়িয়ে গেলে ক্ষতি নেই।
বৈশাখের রৌদ্রে শুকনো পাতা ঝরুক
ঝরুক প্রেম তোমায় না বলা কথায়।
আর আসবো না আমি কিছুতেই
বুকের মাঝে প্রেম হয়ে।

আমি জানতাম প্রেম বলে কিছু নেই
সাজানো শহরে চাহিদার পান্ডুলিপি।
খালি ফুটপাথ ,খালি রাস্তায় হাঁটি
ছড়ানো জঞ্জজাল স্মৃতির রক্ত আঁখি।
হৃদয়ের গায়ে প্রেমের শহরে একা
শুধু চটকানো স্মৃতির কাদা মাটি।

আর কিছুদিন আর কিছুপথ জুড়ে
মাথার ভিতর স্বপ্ন বুনতে থাকা ।
কলঙ্ক সব বুকের মাঝে থাকুক
হৃদয় আকাশে মুক্তির ছবি আঁকা।
এপারে আমি একলা দাঁড়িয়ে আছি
ওপারে এক পোড়ার স্পর্শ একা ।

আর আসবো না বুকের মাঝে প্রেম হয়ে
কিছুটা সময় হারিয়ে গেলে ক্ষতি নেই।
বৃষ্টির জলে চোখের পাতা ভিজুক
ঝরুক প্রেম কবিতার পাতায় আগুন ।
আর আসবো না কিছুতেই
বুকের মাঝে প্রেম হয়ে। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...