Monday, May 26, 2014

মুখ ফুটে বলবো না

মুখ ফুটে বলবো না
.......... ঋষি

কখনো মুখ ফুটে বলবো না
আসলে আমি বলতে শিখি নি।
কারণ অকারণে নিজেকে দুষেছি
কেন জানো
মূর্খদের কোনো দেশ হয় না।
আর যতই শেখাও না কেন তোতার মতো
আমার যে ভালোবাসা শেষ নয় না।

কখনো কোনদিন আমি বলবো না
আমাকে জড়িয়ে থাকো লতার মতো।
কিন্তু আমি জড়িয়ে যাব তোমাতে
কেন জানো
আমি প্রেম শূণ্য পাত্রে তোমায় খুঁজি।
আঁচড়াতে থাকি আয়না পরম ঘৃণায়
আমার যে যাতনার শেষ হয় না।

কখনো কোনদিন আমি বলবো না
আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি।
আমি জানি আমি মূল্যহীন
কেন জানো
যে শাখায় ফুল ধরে ,ফল ধরে ,নতুন দিনের।
সে গাছের পায়ে পচন
আমার দহনের শেষ হয় না। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...