Sunday, May 25, 2014

RISHI026@GMAIL.COM

বন্দীত্বে বন্দী
......... ঋষি

বন্দীত্বের মানে বুকের মাঝে পাথর ভাঙ্গা
এক্কা দোক্কা দানে জীবনের সুদ গোনা।
নিদিষ্ট দূরত্বে থাকা পাকা চুল
আর মুখের নিকোটিনে নিজেকে শোনা ।
অনেকটা খোলা আকাশের বন্দী খাঁচা
যেখানে থাকা তোমাকে জানা ।
পাখির ডানায় বাঁধা স্পর্শের আকাঙ্খা
শোনে না কিছুতেই মানে না মানা ।

বন্দীত্বের মানে ডেস্কটপে ইঁদুরে হাত
সাজানো সানি লিওনার শরীরের উত্তাপ।
অথবা এক্সট্রা  পেজ থ্রিতে উপচে পরা ভিড়ে
স্বপ্নের অস্তিত্বদের সিঁড়ির ধাপ ।
কিংবা কুড়িগজের বাউন্ডারী লাইনে দাঁড়িয়ে
নিজেকে খোঁজার চাপ  ।
অনেকটা অন্ধ ভিখারীর থালায় থাকা
আবছা খিদের আমার তুমিতে জমানো পাপ ।

বন্দিত্বের মানে সর্টসার্কিট
শরীরের আনাচেকানাচে জমে থাকা রোগ।
পা বাড়িয়ে ছেঁড়া চটিকে
গলায় ঝুলিয়ে রাখার ঝোঁক।
আসলে সেই পুরনো স্মৃতির বেঁচে ফেরা
অনেক লুকোনো কথার আয়নায় মুখ।
হারিয়ে গিয়ে উড়তে থাকা স্বপ্নের হলিতে
নিজেকে আঁচড়ানোর শোক। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...