Sunday, May 4, 2014

rishi026@gmail.com

প্রিয় অস্তিত্ব,

তোমাকে ছুঁয়ে দেখেনি কখনো
শুধু অস্পষ্ট একটা ছায়া আমায় ঘিরে।
ট্রাফিক জাম ,বন্ধের দিনে ,প্রতি মুহুর্তে
খুঁজেছি তোমায় প্রতি ক্ষণে।
বৃষ্টি দিনে ,অনিদ্রার রৌদ্রে পুড়ে
অন্তরের একলা সময়ে ভিক্টোরিয়া ,ময়দান।
কিংবা কফি হাউসের প্রতি কোনে
একলা বারন্দায় একলা থাকা টবের ক্যাকটাসে।
হৃদয়ের সিম্ফনিগুলো জুড়ে চোখের জলে
পাগলের মতো হাসতে হাসতে ফাঁকা ফুটপাথে,
কিংবা অন্তরের লাভার অন্তর ক্ষরণে।
পাই নি ,,,কোথাও পাই নি তোমায়
কোথাও না   ................

আজও খুঁজছি ,খুঁজে যাব চিরকাল
আমার অস্তিত্ব তুমি ,আমার প্রেম।
তোমায় ছুঁয়ে আমার কবিতা
ক্ষুদ্র অতি ক্ষুদ্র এক হৃদয়ের মেঘলা দিনে
শুধু তোমাতে অস্তিত্ব খুঁজতে থাকা আমি।

                             ,,,,,,,,, ভালো থেকো
                                          ইতি ,

                               তোমার অস্তিত্ব ( ঋষি)

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...