Sunday, May 18, 2014

RISHI026@GMAIL.COM

বাঁচতে পারবো না
//////////// ঋষি

জানি দু চার লাইনে তোমায় লিখতে পারবো না
এমন কিছু আবদার আমার
তোমাকে আমি বলতে পারবো না।
রাস্তার লাল স্যিগনালে দাঁড়িয়ে সবুজের অপেক্ষায়
কাটিয়ে দিলাম বেওয়ারিশ শরীরের আকাঙ্খায়।
তোমায় আমি ভালবাসতে পারি
কিন্তু নিচে নামতে বা নামাতে পারবো না।

জানি পৃথিবীর আবর্তনে গতি বাড়িয়ে বা পিছিয়ে
তোমার স্পর্শগুলো একসাথে পাবো না।
তোমাকে ছোঁয়া যায় ,আরো গভীর থেকে গভীরে
কিন্তু এই দূরত্ব আমি কমাতে পারবো না।
একগ্লাস জলে তৃষ্ণা মিটলেও , তৃষ্ণার অভিধানে
তোমাকে ছুঁয়ে আছি আর থাকবো
কিন্তু জীবনে কখনো তোমায় ছাড়তে পারবো না।

জানি আমি এক বাউলে পাখি ,নীল আকাশে বাস
আমি উড়বো তুমি রুপোলি পালক
তোমায় ছাড়া উড়তে  পারবো না।
রৌদ্র উঠুক কিংবা ভীষণ ঝড়ে জলসা চোখে
আরো আরো স্বপ্ন নামুক।
বিশ্বাস করো তোমায় ছাড়া আমি শুন্য
আর এমন বাঁচতে পারবো না। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...