Wednesday, May 28, 2014

rishi026@gmail.com

গভীর চেতনায়
................. ঋষি

শেষ পেরেকটা পুঁতে দিলাম  
যিশুর রক্তস্নাত শরীরের দিকে তাকিয়ে
খুঁজে পেলাম প্রেম।
নিজের কফিনের উপর রাখলাম জ্বলন্ত চিতা
নিজেকে করলাম দগ্ধ আবার আরেকবার।
আবার আরেকবার নিজেকে করলাম ক্ষতবিক্ষত
অজস্র ঝরে পড়া রক্তবিন্দুতে যিশুর প্রেমে
এক আশ্রয়ের প্রয়োজনে।

নতুন কিছু নয় শব্দদের ভিড়ে
আটকানো প্রতিশ্রুতির মাঝে নিজেকে হত্যা করা।
সে অর্জুন হোক ,হোক কর্ণ কিংবা অন্য কোনো বিজয়ী
সকলেই তো বীর বিজেতা।
কিন্তু কোথাও না কোথাও সকলকে হারতে হয়
নিজের কাছে ,চোখের আয়নায় রাখা কাঁচের টুকরোয়।
ক্ষতবিক্ষত শরীরের হৃদয়ে রাখা প্রেমের
টুকরো কিছু মুহুর্তের ছবিতে।


আসলে জেতার মানেটা ক্ষনস্থায়ী এক উল্লাস
পাগলের ক্যালেন্ডারের পাতার বারোমাস।
আসলে ঢোকাতেই হয় পেরেক ঠুঁকেঠুঁকে
নিজকে নিজের ভিতরে থাকা অস্থিরতায়।
জীবনের আলিঙ্গনে হাতড়াতে হয় সময়ের খিদে
পাওয়া না পাওয়ার চেতনায়।
আসলে নিজেকে করতে হয় উন্মুক্ত শিকারীর চোখে
আটকানো খিদে আর লোকলজ্জায়।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...