Friday, May 16, 2014

RISHI026@GMAIL.COM

আজ বলার কিছু নেই
...........ঋষি.


চিরজীবী আমি পরজীবী  নই
সমস্ত সমগ্রের পরে মাছ ভাত।
আর জীবনে যুদ্ধের পরে খালি হাত
গেছে সব গেছে।
মাথার মধ্যে কিছু নেই বলেছিল আমার দিদি
শুধু পোস্টারে আটকানো চোখ।
নামতে নামতে নাভিতে
আরো নিচে
ছি বলার আর কিছু নেই।
 ২

সহস্র সংযোগের পরে বিয়োগ
আবার যোগ।
নিত্যনতুন উপাদানের উপঢৌকন
জীবন্ত ,নিভন্ত ,পড়ন্ত রৌদ্রে পথ চলা।
ওরে রৌদ্রে যাস না শরীর খারাপ হবে মা বলেছিল
শুধু রৌদ্রে দাঁড়িয়ে পুড়েছি।
আর নেমেছি  ,,নামতে নামতে
আজ শুন্যের নামটা আওরাচ্ছি
কি  আর বলার আছে।


যত গুলো চোখের তারা বাঁধা
তাদের জোত্স্নায় এক সমুদ্র মেঘ।
আর মেঘের দেশে কাটা ঘুড়ি
উড়ছি আর উড়ছি আরো ওপরে।
ওরে নেমে আয় পরে যাবি তো বাবা বলেছিল
আরো ওপরে আরো ওপরে।
উড়তে থাকার লোভ বাউলে হৃদয়ে
মানায় না বাঁধা থাকতে
কি আর করার আছে।


কুঁচকে যাওয়া চামড়ার চাদরে
অলক্ষ্যে হয়ে যাওয়া অন্ধকারের উত্তাপে।
কখনো পাহাড় স্পর্শ করে নি
নেমে এসেছে আরো উত্তাল ঢেউ।
ওরে ভেসে যাবি আরো গভীরে প্রেম বলেছিল
ভাসতে ভাসতে তোমার ঠোঁটের স্পর্শে।
আজ পাগল আমি তোমার উঠোনে
স্পর্শ চেয়েছি ,,তোমায় পেয়েছি
আর আজ বলার কিছু নেই। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...