Thursday, May 29, 2014

RISHI026@GMAIL.COM

আকাশ আর বৃষ্টি
...................  ঋষি

আকাশ নামে ছেলেটার নাম
       ...............  মুক্তি হতে পারতো।
তবে অযৌক্তিক না হোক
       ................ উড়তে পারতো কল্পনার আকাশে।
আর যাই হোক পাড়ি দিতে পারতো
       ................ একটু বেঁচে থেকে হেসেখেলে।
মানে আর কি একটু বাঁচতে পারতো।

বৃষ্টি বলে মেয়েটার নাম
       .............. সময় হতে পারতো।
তবে পরিবর্তন না হোক
       ............ ঝরে যেতে পারতো সময়ের স্পর্শে।
আর যাই হোক না  বাঁচতে পারতো
        .......... ইচ্ছে মতো একটু হেসে খেলে।
জন্মানো মাত্র অপেক্ষা করতো না ঋতু প্রাপ্তির।

আচ্ছা  আকাশ আর বৃষ্টি  যদি একসাথে
           ........... মিশে যেতে পারতো।
তবে শরীর না হোক
           ........... প্রেমের কবিতায় আরামে লেখা যেত।
আর যাই হোক তখন সময় থেমে থাকতো
          .......... আর প্রেম ফুরিয়ে যেত না সময়ের সাথে।
হাসতো আকাশ ,হাসতো বৃষ্টি ,শুধু সময় রাগ করতো। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...