Friday, May 2, 2014

rishi026@gmail.com

অযান্ত্রিক
...............ঋষি

আজ সকালের আলোয় ছেঁড়া সুখগুলো
কেমন ম্রিয়মান কাগজের টুকরো।
দূরে কোথাও তোমায় ছুঁয়ে আমার চোখ
তোমার দুকানের ছোটো চুমুতে।
ঠিকরে আসছে আমার স্নেহ।

এক ফোঁটা ঘাম বোধহয় গড়িয়ে নামছে
তোমার কপাল ছুঁয়ে ,তোমার ঠোঁট ছুঁয়ে।
তোমার নরম বুকের খুব গভীরে তৃষ্ণা
তৃষ্ণা তোমায় ভলোবাসার ,.
তৃষ্ণা তোমায় ভালো রাখার ,ভালো থাকার।

দিনগুলো আর রাতগুলো আজকাল খামখেয়ালী
সিঁড়ির বিছানার চাদরে অজস্র ক্ষত।
জানলার রেলিং বেয়ে নামতে থাকে কষ্ট
কখনো রৌদ্র ,কখনো বা জোত্স্না
একটা মিল আছে দুটোয় পোড়ায় আমায়।

এই তো তোমার চুলের গন্ধে আমি মুগ্ধ
মুগ্ধ তোমার নাভি ছুঁয়ে নামা উষ্ণতায়।
রৌদ্র ,মেঘ ,বৃষ্টি তুমি যেদিকেই যাও
আমি আছি ,থাকবো ,তোমায় ছুঁয়ে
কোনো অছিলায় বা কোনো অজানায়।

আজ দিনটা ঠিক দোমড়ানো মোচড়ানো কাগজ
কয়েকটা কবিতার কলামে তোমায় দেখলাম।
ছুঁয়ে যাওয়া ঝরনার শব্দ তোমার হৃৎপিন্ডের
টুকরো টুকরো করে কাঁচের মত জুড়লাম
আর জুড়লাম দিনটাকে তোমার কাজলে। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...