Saturday, May 24, 2014

RISHI026@GMAIL.COM

কলকাতা তুমি আমার দুধের শিশু
................. ঋষি

কলকাতা তুমি আমার দুধের শিশু
তোমার উচচাঙ্গে আটকানো সংস্কৃতিতে তুমি নান্দনিক।
কিন্তু তুমি পূর্ণ নও তোমার ছোঁয়ায়
তুমি পূর্ণ হতে পারো না।

তাকিয়ে দেখো নিজের দিকে
হাওড়া ব্রিজের উপর থেকে পবিত্র গঙ্গায় বিষ।
ময়দানে মিলিটারি বুটের শব্দ লেফ্ট রাইট,রাইট আর লেফ্ট
তবু আটকে থাকে কবি বই মেলায়
তোমার লজ্জায়।
এখানে সূর্য হাসে মানুষের হাসি চুরি করে
সন্ধ্যে নামে অন্ধকার রাজনীতির কায়িক ঘামে।
আর বোবা কলেজস্ট্রিট সংস্কার হয় মনে মনে
কফি হাউস বদনাম তোমার দামে।

এখানে শরীর বিক্রি হয় কলঙ্কিত কামে
বুড়ো শরীরে মুট বয় পেটের খিদে।
তুমি কলকাতা পূর্ণ হবে কি করে
তোমার  মুখে লোভ আর শরীরে  খিদে।
ধর্মতলায় চেনা ধর্মের ফেরি পবিত্র গির্জায়
মানুষ চিত্কার পুজোর মিথে।
আর কুকুরেরা ফুটপাথ চোষে বুড়ো আঙ্গুল
চোখের তৃষ্ণা শরীর ছুঁয়ে
সব সাজানো সব মিছে।

কলকাতা তুমি আমার  দুধের শিশু
তোমার উচচাঙ্গে  আটকানো বহু দামী নাম।
কিন্তু তুমি পূর্ণ নও তোমার ছোঁয়ায়
তুমি পূর্ণ হতে পারো না। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...