Sunday, May 4, 2014

RISHI026@GMAIL.COM

ভালো আছি
.......... ঋষি

হাতের কাটা দাগগুলো কপালের ভাঁজে
আটকানো চুইনগামের রোমন্থন।
আরেকটু সময় হলে
এগিয়ে আসা অন্য হাওয়ার আমন্ত্রণ।

বহ্নিশিখা এক সকালের সূর্যে দেখা
তোমার আঁচলে রঙের শাড়িটা।
এগিয়ে গিয়ে জড়িয়ে ধরা
মিথ্যা স্বপ্ন চারিতা।

বুকের ভিতরে সিঁদ কাঁটা এক।
ক্ষুদ্র আলোর রেশ।
সময় হলে মৃত্যু ঢলে
লাল সূর্য বেশ।

লাল সূর্য ,লাল রক্ত ,রাঙ্গা মাটির দেশ
মাটির ঘ্রাণে ভাসতে থাকা
প্রেমের সমাবেশ।
স্বপ্নে দেখা তোমার গন্ধ তোমার নরম কেশ।

এই তো আমি ভীষণ ভালো মুখে যে সন্দেশ
কালি গুলো বোতাম আঁটা অন্ধ আলোর রেশ।
কেমন আছি ভীষণ ভালো
মৃত্যুর এই দেশ।

হাতের কাটা দাগের উপর তোমার মুখটা বেশ
অন্য হাওয়ায় আয়না খোঁজা
স্নিগ্ধতা আবেশ।
সত্যি বলছি আজকে আমি ভীষণ আছি বেশ।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...