Wednesday, May 7, 2014

RISHI026@GMAIL.COM

অভিমানী দূরত্ব
................. ঋষি

ল্যাম্প পোস্টের হলুদ আলোয় চান করে
ঘুম ভেঙ্গে গেলো ,সারা শরীর
লেপ্টে চাদরের সাথে তোমার বালিশে।
কিছুটা অন্ধকার রাত্রির ঝিঝি পোকা
হয়তো কোনো ঘুনপোকার আদিম পছন্দ
খুঁড়ে খুঁড়ে খায়।
নালিষ করে ভিতরের শিরদারার আগন্তুক
অভিমানী দূরত্ব।

তুমি এসে বসেছিলে শিয়রে ,,চলে গেলে
আমার চুলে তোমার হাতের গন্ধ।
খুব গভীরে লেগে থাকা কবিতার গন্ধরা
মাতোয়ারা তোমায় নেশায়।
আঙ্গুলের ডগায় থাকা শুন্য পাত্রে
আজ পরিতৃপ্তি।
বোধ হয় তোমার ছোঁয়ায় থাকা
ভালোবাসার গন্ধ হৃদয়ের কুঠরিতে।

ঘুম ভেঙ্গে গেলো এক পেগ ছোটো নেশায়
বুকের পাঁজর থেকে ,সমস্ত লোমকূপে ,
স্তব্ধতা তোমায় ছুঁয়ে আমার শরীরে
কিছুটা নোনতা ঘামে রান্নার প্রেমের রেসিপি।
ঘড়ির কাঁটায় বোধহয় অন্ধকার লেখাগুলো
ইশ্বরের অস্তিত্বের মত আমায় ছুঁয়ে।
কোনো নতুন সকালের অঙ্গীকার তোমায় পেয়ে
উচ্ছল আনন্দে নতুন সূর্যের অপেক্ষায়। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...