Wednesday, May 7, 2014

RISHI026@GMAIL.COM

প্রেম বড় কষ্টের
.................... ঋষি

দাঁড়িয়ে আছি তোর আঁচল চড়িয়ে আশ্রয়
কবিতাদের মগডালে তুলে।
শুধু গাছের গুড়ির ভিতরে লুকোনো বাসনা
আর কিছুটা মুহুর্তের আলাপন।
এই মাত্র শেষ কথাটা বলে দিলাম প্রেম গোত্রীয়।

প্রেম প্লেটনিক নাকি ভার্টুয়াল কোনটা আধুনিক
নাকি পুরনো সেই রাধার কি হয়লো মনেতে  ব্যাথা।
হা হা ,,করে ফেললাম প্রশ্নটা
কোনো সস্তার A লেখা ছবির মতো।
শুধু ভিতরে বাহিরে সস্তার হামাল দিস্তা।

আর কতটা নামবো বলতো যুগের হাওয়ায়
বস্তা পচা প্রেমের গল্পগুলো।
শরীর ভিত্তিও রক্তের নোনতা গন্ধে
আর কতটা মাখবো রক্তের প্রেম।
এবার আয় একটু পবিত্র হই ।

শরীর থেকে হৃদয়ের দূরত্ব
আর দূরত্বে রাখা শব্দগুলো তোর.
কতোটা হবে বালিশের হিসাবে কোলবালিশ
আর মালিশের হিসেব যান্ত্রিক।
তুচ্ছ করে প্রেম পূর্ণ হোক।

আবার না হয় কবিতাদের মাথায় হাত উঠুক
আহা কি কষ্টের কবিতা হৃদয় নিংড়ানো।
না হয় বলুক লোকে
তবে প্রেম পূর্ণ কবিতার আশ্রয় আকাশ জোড়া।
আসলে প্রেম বড় কষ্টের। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...