Wednesday, May 14, 2014

rishi026@gmail.com

বাঁচতে থাকা
............. ঋষি

নিজেকে লুকিয়ে রাখার জন্য অক্সিজেন দরকার
দরকার একটা চৌড়া হাত আমার কাঁধে।
কয়েক গজ বুকের কষ্টের সীমানা বেঁধে
অদ্ভুত পদচারণা তোমায় ঘিরে
কিছুটা অস্তিত্ব কিছুটা কলরব শুন্য আকাঙ্খায়।

প্রতিটা শুন্য কিন্তু বাঁধন হারা নয়
শুরু থেকে শেষ ,শেষের শুরু দুটোই এক।
কোনটা তোমার আর কোনটা আমার
কোনটা স্বপ্ন আর কোনটা বন্য
উত্তর গুলো এক এবং অদ্বিতীয়।

আবার এক অলিক ম্যাজিক ছুঁয়ে বাঁচা
চর্বিত চর্বনের শেষ স্তবকে ক্লান্ত পদাঘাত।
হেরে যাওয়া মানে হারিয়ে যাওয়া
বারবার বোঝা আর বুঝতে থাকা
কিছুটা দূরত্বে থাকা তুমি আমি।

লোকাতে হবে কষ্ট ,দুঃখ ,ভীতি
হাসতে হবে সার্কাসের দড়ির উপর।
পৃথিবীর মগডালে সিঁড়ি লাগিয়ে
উঠতে হবে ,উঠতে হবে অন্ধকার আকাশে
চাঁদ কে ছুঁয়ে দেখতে যে হবে।

একগলা জলে দাঁড়িয়ে থাকা
সাঁতার না জানলে ডুবতে থাকা।
জলের তলায় নাভিশ্বাস
নিজেকে লুকিয়ে রাখার জন্য অক্সিজেন দরকার
দরকার একটা চৌড়া হাত আমার কাঁধে।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...