Sunday, May 11, 2014

RISHI026@GMAIL.COM

যোগ্যতা
...............ঋষি

তোকে যদি ভালোবাসার পাচনও খাওয়ানো হয়
আর ভালোবাসার সাবানে চান করানো হয়।
তবু ও তুই আমায় ভালোবাসতে পারবি না
সে যোগ্যতা তোর নেই।

রোমান ,ইতালিয়ান ,ভারতীয় যেকোনো স্টাইলে
তোকে আমি ভালোবাসি না কেন।
তবু ও তুই আমায় জড়িয়ে ধরতে পারবি না
সে যোগ্যতা তোর নেই।

এক অদৃশ্য অলংকারের মতো
যে প্রেম তোর গলার মাদুলিতে সোনা রঙের।
তার আসল রংটা তুই কোনদিন বুঝবি না
সে যোগ্যতা তোর নেই।

বুকের পাথর ভাঙলে যে ফুল ফোটে
ওপরের খোলসের আড়ালে যে ভালোবাসার জীবন রাখা।
কোনো নরম আলো গায়ে মেখে তুই নগ্ন হতে পারবি না
সে যোগ্যতা তোর নেই।

পারবি না আমাকে আটকাতে তোর বুকের বিশ্বাসে
কারণ বিশ্বাস শব্দটা কাঁচের মতো।
ভাঙ্গা হৃদয়ের  ভালোবাসার মৃত্যু তুই আটকাতে পারবি না
সে যোগ্যতা তোর নেই।

তোকে যদি শব্দবহুল বাস্তবতায় আলাদা করি আঁকি
ফুটপাথে চলার পথে তোকে খুঁজতে থাকি।
জানি পাবো না তোকে খুঁজে
সে যোগ্যতা তোর নেই। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...