Thursday, May 15, 2014

RISHI026@GMAIL.COM

কিছুটা অবেলায়
.......... ঋষি

দুদিন একটা দূরত্ব
আকাশের চিল বুকের রক্তে।
বুকের লুকোনো ব্যালকনিতে লুকোনো আকাশ
ঝুলতে থাকা স্বপ্নরা বাবুই পাখি বাসা।
নতুন জন্ম ,নতুন সৃষ্টি ,নতুন প্রেম
আর একটা আশ্রয়।
সবটা মিথ্যা হবে ভাবা যায় না
ভয় হয় ,,আজকাল ভয় হয়।
নিজেকে হারাতে লজ্জা হয় নিজের থেকে
একমুঠো বেঁচে থাকা ,,,,,, আশ্রয়টুকু।
মৃত শবের উড়ন্ত খই
বাড়ন্ত আগুন হারিয়ে যাওয়ার ভয়।
ভীষণ ভয়
আমি আর হারতে পারবো না।

অনেকদিনের লুকোনো ক্ষোভ অগ্নুপাত
স্মৃতির চূড়ার থেকে সোজা জানলায়।
হৃদয়ের জানলায় আঁকড়ে থাকা বুকে
হারিয়ে যাওয়ার ভয়।
দৃষ্টি খুব দুরে কোনো অজানাকে ঘিরে
চোখের পাতায় আদ্রতা।
প্লিস আর তো হারানো যায় না
আর তো লোকানো যায় না নিজেকে।
ভীষণ নগ্ন আমি তোমার কাছে
তোমার থেকে দুরে থাকা যায় না।
ভোলা যায় না একমুহূর্ত স্পর্শ
প্লিস তোমাকে ছাড়া আর কিছু।
আর কিছু ,,ভাবা যায় না
শুধু অগরুর গন্ধ আর চিতার আগুন ছাড়া।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...