Thursday, May 15, 2014

RISHI026@GMAIL.COM

দেখতে দেও
............ঋষি

এক চড় নেমে এলো আমার গালে
আর কি হবে তোমাকে পেয়ে।
এ প্রশ্নের উত্তর লেখা যন্ত্রণার গায়ে
জড়ানো একটা সাবেকি স্কেলের মাপকাঠিতে।
উত্তর হতে পারে
মেরুর বরফ গললে কি হবে ?
ভেসে যাবে ,,ঠিক ভেসে যাবে।
কিংবা যদি একটা অন্য  গ্রহ ছুটে আসে প্রথিবীর বুকে
কি হবে ?
ধবংস হবে ,,সব নষ্ট হবে।
তোমার উত্তরটা এরকমই।

এক গাদা আবর্জনার নিচে চাপা পরে নাভিশ্বাস
বিশ্বাস এক মুঠো আঁকড়ে থাকা রৌদ্র।
তোমার মুখে
বলি নি কখনো তুমি সুন্দরী।
বলি নি তোমার জিরো  ফিগারে আমি ফিদা
শুধু বলেছি বারবার নিজের করে।
তোমার মনটা বড় সুন্দর
ওটা আমায় দেও ,,,আমি ভালোবাসি।
ওটা আমায় দেখতে দেও
ওর কতো গভীরে আমি ,,,কতোটা
একবার মাপতে  দেও আমায়। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...