Wednesday, May 21, 2014

RISHI026@GMAIL.COM

আমরা লজ্জিত নয়
.................. ঋষি

পা বাড়িয়ে সভ্যতার উরুতে উন্মাদ মগ্নতা
নেমে চলে কোনো নারীর নরম বুক ছুঁয়ে।
সমস্ত শীতলতার পারদ চাপিয়ে
দুই মেরুর জমানো চাপ চাপ রক্তে।
এগিয়ে আসা মৃত্যুর স্রোতের চোরাবালি
আরো গভীরে কোনো নগ্ন নারীর লজ্জায়।

আমরা লজ্জিত নয় কখনই
আমাদের নখ গুলো লোকানো বেড়ালের চোখে।
লেগে থাকা মাংসের লোভ
আর উন্মাদ বিকারগ্রস্থ সভ্যতার অহংকার।
বারবার কলঙ্কিত করে নারী শরীর
আর উন্মাদ গতির জেট সভ্যতা।

আরো নিচে আমরা নামতে পারি
যখন অশিক্ষার মিড দে মিলে বেহিসাবি ঘুনপোকা।
কিংবা কোনো অখ্যাত গলির মোড়ে দাঁড়িয়ে
কেউ চিত্কার করে আমি শরীর।
কিংবা দেশের কোনো কারখানায় কাজ করে সেই হাত
যে হাতে কলমটা দরকার ছিল কোনো কড়া নয়।

আরেকটু এগোয় খুব গভীর সভ্যতায়
চলে যায় উরুর মাঝে জমানো লজ্জার নদীতে।
দুম করে নেমে আসুক কোনো অন্য গ্রহ
ফাটিয়ে দিক নদীর গভীরে মাটিটাকে।
কিন্তু আমরা বুঝি না যোনি ধাতুর নয়
আর নারী সভ্যতার কোনো শরীর নয়। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...