Thursday, November 12, 2015

ফিফথ গিয়ার

ফিফথ গিয়ার
................ ঋষি
-==============================================
পকেটে গোটা আষ্টেক  সিগারেট
ভালো আছি।
আর আছে দুশো চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা আর কিছু আধুলি
ভালো আছি।
যেমন ভালো থাকা যায় আকাশের কাছে
হাত পেতে ,,,জীবন আকাশ ধরতে চায়।

আবার একটা জীবন চায়
বাইকের ফিফথ গিয়ারে পিছনে থাকা পৃথিবী থেকে
আরো জোড়ে সমস্ত আক্রোশে
স্পিড মিটারের ঘড়ির কাঁটায় স্পন্দন।
ইঁদুর ,বিড়াল দৌড়
বিড়ালের নখের থাবায় আটকে থাকে রক্ত।
একটা ভয়
জীবন থেকে ছুটে পালায় পুচকে ইঁদুর।
অলিগলি ঘুরে খোলা আকাশে উড়তে চাই।
জীবন যেন বাইকে কাটা সময়
ঘড়ির কাঁটায় ,ক্যালেন্ডারের পাতায়।

সিগারেটের আগুনে ছাই ,,বুকের ভিতর
জমা  আশট্রেতে অসংখ্য  পরিবাহী স্পন্দন।
আর পকেটে জমা কাগজের টুকরো ছিঁড়ে ফেলি মনুমেন্টের মাথায়
ভাসতে থাকে নামতে থাকে নিচে।
আমি উপরে আরো অনেক উপরে
আকাশের গায়ে বাইকের ফিফট গিয়ারে।

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...