Friday, November 27, 2015

প্রথম পুরুষ

প্রথম পুরুষ
.................... ঋষি
============================================

নিজেকে জাগ্রত করে ঝাঁকিয়ে দেখি
এক পাল কালো মেঘ পাহাড়ের ঢালে পরম আশ্রয়ে।
আর তখনি বৃষ্টি নামে
খালি বুকে মেঘের পাল ফিরে যায়।
আবার রৌদ্র
নিতান্ত বাস্তবে পায়ের তলায় পেরেক।

সেদিন স্বপ্নে দেখি
ঈশ্বর হেঁটে আসছেন কোমরের কাপড় মাথায় তুলে।
নিতান্ত কৃতঘ্ন মানুষের দিকে
মানুষ ইচ্ছার মোমবাতি জ্বালিয়ে শুধু চাইছে।
খালি হাত আর না নেভা জ্বলন্ত চুল্লিতে ইশ্বরের খিদে
মাটির পৃথিবীতে তৈরী করা অনিয়মের নিয়ম।
সবটুকু দিকে কেমন নাক সিঁটকে ঈশ্বর তাকিয়ে
আর আদম সৃষ্টির প্রথম পুরুষ
খুব লজ্জায় ,মাথা নিচু তার।
আর আমাদের সে তো হিসেব খাতার বাইরে জনসংখ্যায়
আমরা দৈনন্দিন নোটের নাম্বারে নবাবি করি।

নিজেকে জাগ্রত করতে ঝাঁকিয়ে দেখি
খালি  পুরো খালি জমার খাতায়।
তবু বারফট্টায় কমে কই  বাড়তে থাকার বিজ্ঞাপন ঝলকে
ইশ্বর তাকিয়ে দেখেন আর মনে মনে বলেন।
পিপীলিকার  পাখা গজায় মরিবার তরে
তোরা  তো সাধারণ ,আমি তোদের বাবা আদমকে ছাড়লাম না।  

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...