Sunday, November 8, 2015

ঈশ্বরের অধিকারে

ঈশ্বরের অধিকারে
............... ঋষি
========================================
ইশ্বরের অধিকারে শয়তান বসে থাকে
আপন হাতে দন্ড তুলে নেয়।
নিজের মতন তুই নোনতা বলয়ে ভাসতে থাকিস
একসাথে খাওয়া সেই চকলেটের মতন।
মন্দিরের পবিত্র ঘন্টায় বাঁচার রেওয়াজ
লাস্ট ফর এভার।

নাথিং এন্ড বিসাইড দ্যা ডেথ
কারণ আমি জানি মৃত্যু কোনো মুহুর্তের বন্ধ তালা নয়।
বরং চাবি কখনো
হারিয়ে যাওয়া জন্তরমন্তরে লুকোনো স্থবিরতার।
যা বদলায় না সময়ের রঙে
ফিকে হতে থাকে বটে জমতে থাকা ধুলোয়।
তবে ইচ্ছে করলেই পুনরায় সবুজ
আবার প্রাণ পায় স্পন্দন।
ভেন্টিলেসন থেকে সদ্য দেখা আলোর মতন
সকাল
আবার শুরু তোর সাথে।

ঈশ্বরের অধিকারে শয়তান বসে থাকে
আপন হৃদয়ে প্রশ্ন ধরা দেয়।
সত্যি কি মৃত্যু কোনো হারানো ফটোফ্রেম
যার অধিকাংশ জুড়ে আমি বা আমার মতন কেউ।
এক স্বপ্নের বুননে তৈরী ভাঁড়ারে
লুকিয়ে রাখা বাঁচার রসদ। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...